শোনো; ফিনিক্স পাখিকে হত্যা করা যায় না কখনো,
ধূসর আদ্যিকালের সেই পৌরাণিক কাল হতে।
যতোবার হত্যা করো আচানকভাবে;
ততবার জেগে উঠে অসীম সাহসে তেজদীপ্ত রক্তস্রোতে।
প্রতিটি রক্তকণায় প্রাণ হয় প্রাণময় জীবন্ত উজ্জ্বল,
বারবার ফিরে আসে বিচিত্র উৎসবে,
প্রদীপ্ত বাসনা নিয়ে নিত্য নবীণের অবয়বে।
যদিও জন্মটা তাঁর কষ্টকর বেশ;
অসমাপ্ত জীবনের দীর্ঘকাল ভোগ করতে হয়,
দুর্বিষহ অপমান, তীব্র লাঞ্ছনা-গঞ্জনা আর
ভীতিকর দুঃখের অপরিসীম বেদনার ভার।

পৃথিবীতে মাঝে মাঝে এমন মানুষ জন্ম নেয়,
ফিনিক্স পাখির মতো, অনন্ত অমর;
মৃত্যু হয় না কখনো কোন কালে তাঁর।
যতোবার হত্যা হয় ছল-ছলনার যুপকাষ্ঠে,
বিপর্যস্ত হতাশার পরিস্থিতির ভেতরে জন্ম হয় তাঁর,
মঙ্গল-আলোকে ততবার।
নির্মোহের জীবন্তের অনাবিল সম্ভাবনা নিয়ে
বিশ্বে ছড়িয়ে পড়ে সে, দুঃসহ কালের গণ্ডি ছেড়ে,
জীর্ণশীর্ণ মানুষের জয়যাত্রার অনন্ত ভুবনের পথে।
তেমনই ফিনিক্স পাখি আছে বাংলাদেশে,
লক্ষ জনতার ভিড়ে তর্জনী উঁচিয়ে বজ্রকণ্ঠে বলে যায়-
'... মানুষকে দাবায়ে রাখতে পারবা না'।

১৬/০৮/২০২৪/
মিরপুর ঢাকা।