অন্ধকারের বিবর্ণ পথের জ্বলন্ত অগ্নিশিখা!
ভবিষ্যতের মঙ্গলময় ভাবনাকে
চেতনায় নিয়ে এসো তুমি আজ।
ভেঙ্গে যাক চিরতরে পরাজিত অসুরের যতো অহমিকা,
মিথ্যাবাক্য, মিথ্যাচিন্তা, অশুভ কর্মের কারুকাজ।
এখন গহীন রাত পুণ্যবান পাখিদের জন্য নিরাপদ স্থান নেই;
সুপ্তিজড়িত কন্ঠের ভয়ার্ত সঙ্গীত চারিদিকে শোনা যায়;
বসুন্ধরা নিদ্রাহারা, বাংলাদেশ জুবুথুবু, থরথরো,
অন্ধকারে হারিয়েছে খেই;
ভুবনে আবার এসো, মঙ্গলের দীপ জ্বালো, হৃদি-আঙ্গিনায়।
আমাদের ছায়াবিথী হোক নিত্য পুণ্যময় শান্তিনিকেতন,
আগুনের ধুলাবালি দহিত দুঃখের দাগ গগনে মিলাক।
ফিরে এসো চেতনায় বিশ্বব্যাপী
সাহসের অগ্নিরথে সহজ জীবন,
আলোকিত হৃদয়ের জ্যোতির্ময়ী বজ্রকণ্ঠ-ডাক।
দৈন্য বহিতে পারি না,
মিথ্যাকর্মে ভুলে গেছি পূণ্যগান সব;
তোমাকে আঘাত করে সদাম্ভিক দুর্বৃত্তেরা,
কতোটা নির্লজভাবে, আজ করে বিজয় উৎসব!
১৫/০৮/২০২৪
মিরপুর ঢাকা।