অনেক কেঁদেছে বাঙালির প্রাণ, কেঁদেছে পঁচাত্তরে;
যখন জাতির পিতার কাফন হয়েছিলো অনাদরে।
কেঁদেছে অনেক ক্ষুব্ধ হৃদয়ে ক্রুর শাসকের শাসনে;
একাত্তরের পরাজিত যত বসেছিল রাজ-আসনে।
আবার কি এলো ভুবনে কাঁদাতে করে সে নতুন ছল?
নব আবরণে ফিরে এলো তারা- হিংস্র পশুর দল।
লাশ-রাজনীতি শুরু করে আজ, চারিদিকে সন্ত্রাস!
আগুন-বোমায়, হত্যালীলায় আনছে সর্বনাশ।
ধর্মের নামে অধর্ম যতো করে যায় দল বেঁধে,
বলো, হে বাঙালি! আর কতকাল নিরিবিলি যাবে কেঁদে?
চব্বিশ সাল! বাঙালির কাল, দুঃখের শোকগাঁথা;
বলতে পারি না পরানের কথা বুকে বাজে বড় ব্যথা।
আমাদের কাঁদা শেষ হবে কবে, কবে হবে অবসান?
সারা জীবন কি গেয়ে যেতে হবে বেদনা-বিধুর গান?
উঠে এসো ফের অমর মুজিব চেতনার কথা নিয়ে,
তর্জনি তুলে সাহসের বাণী বাঙালিকে যাও দিয়ে।
১০/০৮/২০২৪
মিরপুর, ঢাকা।