গর্জন করে
অর্জন করা যায় না কিছুই-
          এই জেনেছি ভবে;
শক্তি দিয়ে
মুক্তি পেলো নিখিল ধরায়,
          কে দেখেছে কবে?
      অরূপধারার ভালোবাসায়
      সবকিছুকে জয় করা যায়;
রিক্ত হৃদয়
সিক্ত হয়ে আপ্লুত হয়;
          যুদ্ধ কেনো তবে?

২০/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।