কবির চেতনা মরে গেছে আজ চুপচাপ বসে থাকি,
বিজন রাতের কৃষ্ণ চাদরে নিজেকে নিজেই ঢাকি।
চারিদিকে চলে ঘোর কোলাহল, হলাহল মরণের,
আগুন-লুটের-ধ্বংসলীলায় উৎসব স্মরণের।
মরছে মানুষ, পুড়ছে বসত-বাড়ি ও অফিস ঘর,
নান্দনিক সব ভাস্কর্য ভাঙছে নিরন্তর।
ভাঙছে প্রতিমা, লুট হয়ে যায় পূজারীর উপচার,
করে ছারখার 'জলের গানের' সঙ্গীত সম্ভার।
বাংলাদেশের ঐতিহ্যের স্মৃতিময় সব স্থান,
অসুরের ব্রতে উল্লাসে মেতে করে যায় খানখান।
পোড়ায় বঙ্গবন্ধুর বাড়ি- স্মৃতিময় জাদুঘর,
যা করতে পারিনি পাকিস্তানি অথবা খুনীর চর।
কী অবলীলায় করেছো তোমরা, হে মূঢ় দেশদ্রোহী!
ধ্বংসের লীলা যতোই দেখছি বেদনা-দহনে দহি।
কল্যাণ-পথে আসবে না তারা নির্দয় দুরাচার,
যেমন আসেনি একাত্তরের পরাজিত রাজাকার।

১১/০৮/২০২৪
মিরপুর, ঢাকা।