তিলেতিলে গড়ে ওঠা
          চোখ ধাঁধানো উন্নতি,
অসুর থাবায় শেষ হয়ে যায়
          বলবে সময়- কী ক্ষতি!
      নষ্টজনের ভ্রষ্ট কথায়
      গা ভাসালি যথায় তথায়;
বৃষ্টি এলেও পাবি না আর
          স্বস্তি পাওয়ার বর্ষাতি।

০৫/০৮/২০২৪
মিরপুর ঢাকা।