অগ্রগতির উসাইন বোল্ট
মুখ থুবড়ে পড়লো আজ,
হস্ত-পদ-নাক ভাঙলো
দেখে ভীষণ পাচ্ছি লাজ।
ভূতের মতন পিছন পানে
ছুটলো জাতি মাতাল গানে;
বুঝবে সেদিন, কাড়বে যেদিন
মায়ের রূপের সকল সাজ।
০৫/০৮/২০২৪
মিরপুর, ঢাকা।