মর্মমূলে উঠলে দুলে
          ক্ষোভের আগুন শান্তি পোড়ায়,
ছিন্ন করে দিগন্তেরে
          লক্ষ সূর্যদহন জ্বালায়।
      অন্তবিহীন তুফান ঝড়ে
      সকল লন্ডভন্ড করে;
বজ্রবাঁশী উঠবে হাসি'
          অসুন্দরের ধ্বংসলীলায়।