সমুদ্রের মতো তুমি চিরন্তন সত্তা,
মহাবিশ্বের গর্জন কোলাহলময়;
জলের প্রলুব্ধ প্রেমে যৌবন-প্রমত্তা,
জাগিয়েছিলে আমায়, অনন্ত বিস্ময়!
তীব্র-দহন হৃদয়ে কেউতো দেখে না,
প্রতিক্ষণ ক্ষয়ে যাই বেদনার তোড়ে;
বিরহ দহনজ্বালা লেখনী লেখে না,
বিক্ষত হৃদয়ে বেঁচে আছি স্বপ্নঘোরে।
স্বর্গের স্নিগ্ধতা রাখো উষ্ণ আলিঙ্গনে,
রাতের শিকলে বাঁধি সযতন করে;
নিদ্রাহীন আঁখি কাঁদে দুঃখ বরিষণে,
শ্রাবণধারার বৃষ্টি নিরন্তর ঝরে।
কাপুরুষ অনুভূতি বাড়ায় বেদনা,
আজো তুমি জীবনের স্বপ্ন-প্রণোদনা ।
০৭/০৮/২০২৪
মিরপুর ঢাকা।