অন্ধকারের দ্বন্দ্ব-বিরোধ
          জাগ্রত করো কেনো?
ধুলিময় ভূমি রক্তে ভাসাবে,
          এই কথা তুমি জেনো।
      সমরাঘাতের অমর বচন-
      'অমৃতবাণীর হয় যে মরণ';
রুদ্রনিঠুর ভাবনার মাঝে
          শুদ্ধমনন আনো।