নিবিড়তিমির অকূল পাথারে
বাদলের মত ঝরি,
প্রদীপ নিবায়ে রুদ্ধ গৃহেতে
একা জাগি আর স্মরি।
অচেনা অসীম আঁধারের মাঝে
তোমার অমল মূরতি বিরাজে;
জীর্ণ কুটিরে এসো প্রিয়তম
করুণায় দয়া করি'।
২০/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।