পান্থ! তুমি এবার জাগো
          জাগাও অলস অঙ্গ;
ওই শোনো দূর পুষ্পবনে
          ডাকছে রে বিহঙ্গ।
    ‌আত্মসুখে আর কতকাল
    ‌ ঘুমিয়ে রবি, হে বেসামাল!
রুদ্র হৃদয় শুদ্ধ করো
         ‌জাগাও প্রাণতরঙ্গ।