অচেতন চিতে চেতন দিতে
          যতোই করো সম্ভাসন,
ফিরবে না সে সরল পথে
          করবে না মন উন্মোচন।
      অন্ধকারের পশু যারা,
      আলোর পথে রয় না তারা;
সর্বনাশের মহোৎসবে
         ‌মত্ত হয়ে চায় আসন।

৩০/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।