শকুনের শ্যান দৃষ্টি পড়ে বারবার
শ্যামল বাংলার বুকে- পুরনো শকুন!
তারাতো এসেছে ফের নোখ করে ধার,
নব-কায়দায় ঝরাতে বাঙালির খুন।
পরাজিত শত্রুদল মত্ত-শক্তি লয়ে
দাবানলের নাচনে করিছে ধ্বংসের,
রক্ত-মৃত্যুর উল্লাস, কোপিত হৃদয়ে;
তারাই কুজন, যারা শত্রু এ বিশ্বের।

ঝংকারহীন ধিক্কারে এক হও সবে,
রুখে দিতে হবে আজ পুরনো শকুন।
দেশপ্রেমের গর্জনে মরণ উৎসবে
এক হও শত্রু ধ্বংসে; ভরে নাও তূণ।
সপ্তম নৌবহরের ঘৃণ্য পরাজয়
ভুলতে পারেনি; তাই, ছলে চায় জয়।

০৩/০৮/২০২৪
মিরপুর, ঢাকা।