চোরের দেশে বসত করি, চোরের সাথেই থাকি;
চোরকে আপন বন্ধু ভেবে বুকের কাছে রাখি।
সিঁদচোরেরা হারিয়ে গেছে, বাড়ছে কলমচোর;
চোর থেকে সব হচ্ছে ডাকাত গায়ে যাদের জোর।
পুকুর চুরি বাদ দিয়েছে, সাগর চুরির জন্যে;
চুরির নেশায় মত্তমাতাল, হচ্ছে তারা হন্যে।
বাটপারে দেয় আজানধ্বনি, খুনি পড়ায় নামাজ,
চোরেরা সব মুক্তাদী হয় আজব রকম সমাজ!
এমন কারাগারে আছি বিবেক-দেয়াল ঘিরে;
আয় বেরিয়ে হাত উঁচিয়ে মুক্তিনদীর তীরে।
গাড়ি-বাড়ি-নারীর লোভে চোরেরা সব এক,
সবাই যদি ঘুমিয়ে থাকিস, কে দিবেরে ঠেক?
হাজার রকম আইনের ফাঁকে পাই না চোরের তল,
জাগরে এবার রোষানলে 'ভাতচোরা'দের দল।
১৪/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।