নিঝুম রাত্রি, দেখছি তোমার ছবি,
প্রফুল্ল মনে বাসন্তী রঙ মেখে;
আলোকদীপ্ত রূপের মূর্ত রবি
হাসবে কখন সোনার বরণ এঁকে।
গিরির শিখরে তুষার গলায়ে এসে
ভাসাবে ভুবন, হাসাবে আমার মন;
অজানা পুলকে বনানী উঠবে হেসে,
ফোটাবে গোলাপ-শেফালিকা-রঙ্গন।
আঁখিকোণে নেই অলস ঘুমের রেখা,
চকিত হাসির বাতায়ন খুলে দেই;
নিশীথের শেষে পাই না তোমার দেখা,
শ্রাবণধারায় কোথাও তুমি যে নেই।
যতো আশা করি বিশ্বভূবন মাঝে,
দেখিনা তোমায় পূর্ব গগন কোণে;
নিশ্চুপ থাকি মরি তাই ক্ষোভে লাজে,
ঢেকেছে আকাশ মেঘের আস্তরণে।
০২/০৮/২০২৪
মিরপুর ঢাকা।