আমের বোলের গন্ধে প্রমত্ত মৌমাছি
গুণগুণ গান গায় চারিপাশ ঘিরে;
আমিও কি তার মতো শুধু বেঁচে আছি
চরভাঙ্গা তরঙ্গিত গোমতীর তীরে?
অমৃতসৌরভ মাখা তোমার শরীর,
প্রাণময় দ্রাক্ষারস চুঁয়ে চুঁয়ে পড়ে;
অরণ্য-অঙ্গনে পূতঃ বাসন্তী আবির
শ্রাবণের মধ্যরাতে বৃষ্টিরূপে ঝরে।
বলো, কে তুমি প্রিয়তি, নিশীথ তিমিরে
অন্ধকার রুদ্ধঘরে আলো জ্বেলে যাও;
অবিরাম ঢিল ছুঁড়ে পুকুরের নীরে
কুলভাঙ্গা বাসনার তরঙ্গ জাগাও?
চকিত হাসির ধ্বনি দূরে শোনা যায়,
আদম শুনেছিলো যা' রুদ্ধ অমরায়।
১১/০৭/২০২৪
মিরপুর ঢাকা।