কান্নাহাসির ভুবনতলে কাঁদছি দিবানিশি,
ধ্রুবতারা যায় হারিয়ে অন্ধকারে মিশি।
        পাই না দিশা রাতের বেলায়,
        অন্ধকারে সব ডুবে যায়;
খুঁজছি সদাই, কোথায় আমার প্রাণ-রাহাবার ঋষি!

সুখের ধারায় বাঁধলে আমার চিত্তবীণাখানি,
সুর-অসুরে পরস্পরে করছে কানাকানি।
        বে-সুর বাজে চিত্ত মাঝে,
        নিত্য রহি অসার কাজে;
শরম পাবো বিশ্বে মাঝে, হলে জানাজানি।

ফুলের ভেতর মধুর মতোন লুকিয়ে রহো তুমি,
ভ্রমর হয়ে নিত্যদিনই যাই তোমারে চুমি।
        গুণগুণিয়ে নিত্য বলি-
        তুমিই আমার নামাবলি;
প্রেমবীণাতে সুর তুলে যাও, ভাঙো গোয়ার্তুমি।।

দাও আমারে ভুবনতলে আনন্দসুর ভিক্ষা,
হে প্রিয়তি! আর নিও না পিরিতের পরীক্ষা।
        চিত্তবীণায় নিত্য শুনি-
        তোমার রাগের সুরধ্বনি;
প্রাণপোড়ানো প্রতিধ্বনি থেকে নেবো শিক্ষা।

২১/০৭/২০২৪
মিরপুর ঢাকা।