ওরা কখনো দেখে না সূর্যোদয়- সুন্দর সকাল,
প্রকৃতির সৌন্দর্যের তারাভরা রাতের আকাশ;
অবিরত অবনত মোবাইলে কেটে যায় কাল,
যৌবন প্রাক্কালে ওরা অহরহ ফেলে দীর্ঘশ্বাস।
খাওয়া নেই, নাওয়া নেই ঠিকঠাক, কী এক নেশায়
ঝিম মেরে বসে থাকে নিরিবিলি ভাবনাবিহীন;
ঘুমিয়ে কাটায় দিন, জীবনের কাল কেটে যায়;
অতঃপর, একদিন নিজেকেই ভাবে অর্বাচীন।
সমাজ মানে না ওরা, সঙ্গীহীন ব্যাঙের মতোন
অন্ধকার গৃহকোণে চুপচাপ, চপলতাহীন;
মানুষের মতো তারা করে নাতো নিজেকে যতন,
অবহেলায় কাটায় জীবনের মূল্যবান দিন।
ভ্রমের সমাপ্তি হলে আফসোস করে বারংবার;
সময় স্রোতের মতো, চলে গেলে ফিরে নাতো আর।

১৬/০৭/২০২৪
মিরপুর ঢাকা।