মর্ত্য-মাঝে মরতে এলাম গর্তে ছিলাম ভালো,
আলোর কথা বলেছিলে
ঢেলে দিলে অমানিশার কালো।
এখন এ মন যন্ত্রণাতে করছে যে হাঁসফাঁস,
নিজের ভুলেই নিজে পেলাম আইক্কাওয়ালা বাঁশ।
সাপের ছুঁচো গেলার মতো পারি না যে গিলতে,
এই প্রকৃতির জটিলতায় পারি না তা' ফেলতে।
দোটানাতে টান পড়েছে মানুষজীবন যায় যায়,
তৃষ্ণাকাতর চাতক পাখি
মেঘের তরে করছে এখন হায় হায়!
পাষাণে বেঁধেছি এ মন নাই যে দয়া মায়া,
এ যেন এক রুদ্ররবি, রক্তচ্ছবির ছায়া।
ভাঙার খেলায় মত্ত হলাম লুপ্ত পথের সন্ধানে,
মুগ্ধ-মধুর স্মৃতি খুঁজি আত্মমরণ প্রাঙ্গনে।
মর্ত্যে শুধু মরতে আসা করতে আবাস গর্তে,
দুখের সাথে যুদ্ধ করা বেঁচে থাকার শর্তে।
১৬/০৭/২০২৪
মিরপুর ঢাকা।