আমার হৃদয় নীল-আকাশে তোমার মূর্তি ভাসে;
দেখি সে রূপ চন্দ্র-তারায়, দেখি দুর্বাঘাসে।
গান গেয়ে যাও স্রোতস্বিনীর জলে,
সেই সুরে মন উঠে আজি দোলে;
লুটিয়ে পড়ি এই ভূতলে পরম বিশ্বাসে।
অরূপ রূপের জ্যোতির্ধারায় মুগ্ধ নিশিদিন,
রেখো নাকো দূরে, ভেবে অধম-অর্বাচীন।
তোমার পরশ পাবার আশায়,  
ঘুরিফিরি হর-হামেশায়;
নাও তুলে নাও ভালোবাসায় ডাকছি তোমায় ত্রাসে।

১৯/০৫/২০২৪
মিরপুর ঢাকা।