অনন্তকাল হেঁটে চলি একা লক্ষ্যপথের দিকে,
অন্ধকারের বন্ধুরপথে দৃপ্ত কদম ফেলে;
জীবনের দিন শেষ হয়ে যায়, হয়ে যায় সব ফিকে,
পেলাম না তাঁরে, তবুও চাইছি অতৃপ্ত চোখ মেলে।
কোথায় জীবন! যেন ক্ষণিকের কান্না-হাসির ছায়া,
ঘিরে চারিদিক মোহমায়া এসে নিরুদ্দেশের দেশে;
ছাড়াতে গেলেই ফিরে আসে ফের বন্ধনডোর মায়া,
হালভাঙ্গা নায়ে বসে থাকি একা উদাসী মাঝির বেশে।
বিশ্বময়ীর কোমল পরশ-আশায় জীবন কাটে,
সাঁঝের রঙিন মেঘের ভেলায় ভেসে যায় তার ছবি;
জীবন পথের বাঁকে এসে দেখি, নেইকো সে তল্লাটে;
ঘন আঁধারের অসীম সাগরে ডুবে যায় আশা-রবি।
কান্না-হাসির হাট ভেঙে নামে অতল অন্ধকার,
বনবিথীতলে একা বসে ভাবি- আমি কে? কে-বা আমার?
১৯/০৭/২০২৪
মিরপুর ঢাকা।