তোমাদের যা মনে লয় বলো আমায়, ভয় করি না,
পাগলা হাওয়া লাগলে গায়ে ভয় করি না, স্থান ছাড়ি না।
            অশ্রুসাগর পাড়ি দিয়ে
            মোহন বাঁশি যাই বাজিয়ে;
শিউলিবনের হাহাকারে পথের পাশে আর মরি না।

নট-নটীদের নৃত্যরাগে পুলক আনে হাটে-মাঠে,
মুগ্ধ আমি মরণ নাচের মোহন রূপের চারুপাঠে।
            ছড়িয়ে দিয়ে ভেতর বাহির
            নিজকে নিজেই করছি জাহির;
আকাশপারে বিজলী ফোটাই, আমি কারোর ধার ধারি না।

শুদ্ধ প্রেমের মুগ্ধ প্রেমিক শুনছি যে তার আগমনী,
সোনার নুপুর ঝুমুর ঝুমুর বাজিয়ে ঐ আসলো ধনী।
            তাই আছি আজ মগ্ন হয়ে
            পুলক জাগা হৃদয় লয়ে;
বুকের ভেতর উঠছে জোয়ার, কুঞ্জ ছেড়ে তাই নড়ি না।

১০/০৭/২০২৪
মিরপুর ঢাকা।