ওরা কারা?
বলছে যারা- আমরা হলাম রাজাকারের পুত;
বাংলাদেশে একাত্তরের ভূত!
আইন-টাইন-ফাইন মানি না,
নিয়ম-নীতি জানি না
এবং কারোর ধারধারি না;
চাইছি কলা, দিতেই হবে; হোক না তা' অদ্ভুত।

পিছন থেকে
এঁকেবেঁকে নাড়ায় কলের কাঠি।
কে কাহারে যাচ্ছে দিয়ে,
কালো লোমশ হাত বাড়িয়ে,
অর্থ-কড়ি, বোমা-বারুদ-লাঠি?
হিসাব পরিষ্কার,
এরাই ছিলো একাত্তরের খুনি দুরাচার।

দেশের জন্যে
হয়ে হণ্যে রক্ত দিলো, জীবন রাখলো বাজি;
তারাই নাকি পাজি!
বলছে কথা কে?
তিরিশ লক্ষ প্রাণ কাড়িছে
আমার মায়ের হায়া নিছে
                  একাত্তরে যে।

মুক্তিসেনা
খাঁটি সোনা জাতির অভিজাত,
রইবে তাঁরা পরম্পরা;
কালের স্রোতে হবে যে নিপাত
               রাজাকার বজ্জাত।
কি বলো ভাই স্যাঙাত?

১৭/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।