অনেক শুনেছি কথা বটবৃক্ষ ছায়ার তলায়,
ঘন ঝাউ-বাগানের ঝিরিঝিরি বাতাসের নিচে;
নির্জন নিশিথকালে অঘ্রানের ধানের খোলায়,
কোজাগরি পূর্ণিমায় কুয়াকাটা সাগরের বীচে।
আর কত কথা হবে? মূল্যহীন কথার তরঙ্গ
নিষ্ফল আক্রোশে জেগে, ভেঙ্গে যাবে তটরেখা ছুঁয়ে।
কামিনী ফুলের মত সুবাসিত নবনীত অঙ্গ
অনন্ত তরঙ্গ তুলে নিয়ে যাক সবকিছু ধুয়ে।

এসো, হে যৌবনদীপ্ত পুজ্যদেবী! মাটির ধরায়,
কামনা বাসনা যেথা গুঞ্জরিত প্রতি পলেপলে;
শরীরে শরীর রেখে মত্ত হই রঙের খেলায়,
পৃথিবীর মানুষের মতো; শত নিপুণ কৌশলে।
অমৃতের স্বাদ চায় জীবনের প্রত্যেক প্রবাহ,
সমাজের ভয়-লাজ সব, আজ করে দেবো দাহ।

১১/০৭/২০২৪
মিরপুর ঢাকা।