মধুর গম্ভীর স্বরে ডাক দিয়ে গেলে
তুমি, মরা পৃথিবীর আনন্দের দেশে;
অমৃতসাগর লোভে সবকিছু ফেলে
চলে আসি দ্রুতবেগে, নতুন আবেশে।
আনন্দধামের আলো পূত পূর্ণপ্রভা,
তিমির রাত্রির বুকে জ্বলজ্বল জ্বলে;
জীবন-যৌবনে আনে কান্তিময় শোভা,
এই ভুবনমন্দিরে আদিশক্তি বলে।
শোক-তাপমাখা জরাজীর্ণ জীবনের
ঘন অন্ধকারে এসে, প্রদীপ শিখায়
আলোকিত করে যাও চির বঞ্চিতের
পুলকরহিত প্রাণ, কতো মমতায়!
অমৃতভবন দ্বার সুকৌশলে খুলে
তোমাকে রেখেছি বেঁধে, মৃত মর্মমূলে।
১১/০৭/২০২৪
মিরপুর ঢাকা।