বেদনার রসে ভরে গেছে এই জীবন-পেয়ালাখানি,
করুণ অধরে পান করে যাই সবলে দু'হাতে টানি'।
উতল পরাণ স্বপন দেখে না
বাসনার রঙ স্মরণে রাখে না
গভীর গোপন সকল বচন
            করে আজ কানাকানি।

সঁপেছি তোমারে আমার হৃদয় ভুবন ভ্রমিয়া শেষে,
তেরোশত নদী-সাগর পেড়িয়ে এসেছি নূতন দেশে।
কেড়েছো হৃদয় বাণীবন্ধনে
ইন্দ্রপুরীর পারিজাত বনে
নীলাভ গগনে বিজন আড়ালে
            নিয়েছো আমারে টানি'।

০৭/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।