গোধূলি লগনে এলে তুমি প্রিয় জীবনের বারিধারা,
অমৃত প্রেমের মধুর গন্ধে জীবন করলে সারা।
উদাসিনী বেশে ঘুরি দেশে দেশে
পাইনি তোমারে প্রেমের আবেশে
মরুভূমি মাঝে মরীচিকা দেখে
আমি হয়েছি আকুলপারা।
দূর নীলিমায় তারার আলোয় মুগ্ধ নয়ন দু'টি,
তারে লভিবারে হৃদয় আকাশে উদ্যত হয়ে ছুটি।
তোমা প্রতি যতো হয়েছি বিনত
হৃদয়ের মাঝে বেড়ে গেছে ক্ষত
জনমের মতো নীরব আঁধারে
আজ চিরতরে হলে হারা।
০৭/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।