পিপাসা মিটে না, হায়!
উদাসিনী মনে থাকি গৃহকোণে
                    প্রাপ্তির বাসনায়।
তোমা বিনে আমি দিবস রজনী,
একা একা বসে কাঁদছি, ও গুণী!
শুনি নাতো গীতি মন-জাগরণী
                    এই সাঁঝের বেলায়।
বিরহী প্রাণের প্রাণেশ্বর হে,
কোন সে সুদূরে রও?
সরল প্রাণের ভালোবাসা ভুলে
কার সাথে কথা কও?
কোথায় আমার পিপাসার বারি
যার লাগি মনে চলে আহাজারি?
এসো এসো এসো,  এসো তাপহারী
                    জীবন-শেষ বেলায়।

০৭/০৭/২০২৪
মিরপুর ঢাকা।