ও বরষা, আষাঢ়ের দিনে কালো করে তুমি এলে,
দিবস-প্রাতে সজলধারায় মেঘবারি দিলে ঢেলে।
কুটিরে কুটিরে বন্ধ হলো দ্বার
প্রভাতবেলায় নামলো আজি ঘোর অন্ধকার
অধীর সমীর বহে করে হাহাকার
নবীন রবি জাগে নাতো চোখ মেলে।
নিরুদ্দেশের টানে তুমি চলে যাবে, হায়!
শরৎ এসে সাজাবে এ পৃথিবীকে পুনরায়।
অম্বরে জাগে গম্ভীর সুর আওয়াজ
পল্লবে হাসে বরষার কারুকাজ
ধরণী ধরেছে রঙিন রূপের সাজ
আনন্দময় রূপের খেলা খেলে।
০৪/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।