আড়ালে আড়ালে গহীন গোপনে দেখা করা বড় দায়,
মনের ভেতরে হাহাকার ওঠে চরম বিফলতায়।
তোমাকে না বলা কথাগুলো সুর তুলে,
শ্রাবণধারায় ঝরিছে মর্মমূলে;
নিভৃত রজনী করে কানাকানি বিরহের বেদনায়।
দূরে শুনি ওই রাত জাগা পাখি করিতেছে হাহাকার,
দীর্ঘশ্বাসের কষ্টের ধারা ঝরে যেন বারেবার।
তন্দ্রাবিহীন শ্রান্ত হৃদয় কাঁদে,
আঁখিজল ঝরে জীবনের অবসাদে;
বিফল মননে রহি গৃহকোণে বেদনারা উছলায়।
জগত জুড়িয়া বিরহকাতর প্রেমিক যুগল নিতি
তীব্রদহনে পুড়ে খাক হয়, নাহি যার পরিমিতি।
আমরা দুজন তেমন জীবন ধরে,
পৃথিবীর মাঝে হেঁটে চলি দিনভরে;
আমাদের সনে গহীন কাননে কেঁদে যায় পাপিয়ায়।
০৩/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।