আমাদের চুল পাকবে না গো, পাকবে না!
পাকবে সেদিন
যেদিন বাজারে কলপের কালি থাকবে না।
আমরা কখনো হবো না বুড়ি
রইবো ছুঁড়ি
মেকাপের ঐ সাজসজ্জার নেইকো জুড়ি
মুখে ও শরীরে লোল চামড়া ঝুলে পড়া দেখবে না।
চুল কখনোই পাকবে না গো, পাকবে না!

আজকাল সব স্রোতেই ভেসে চলে
প্রায় সকলে বলে-  
সময়ের সব কালি-ধুলিবালি
ঝাপটা দিলেও রূপের চমক ঢাকবে না।
পাড়ার ছেলেরা কয়, 'কাকিমা',
ভালো লাগে না
'হাই', 'হ্যালো' বলে কৌতুহলে কেন যে তারা ডাকবে না?
বন্ধুর মত পাশে কেন তারা রাখবে না?
আমরা জাগলে যৌবনরসে তারাইবা ক্যান জাগবে না?
বয়স হলেও আমাদের চুল পাকবে না গো, পাকবে না।

০৩/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।