যদি, সচেতন জ্ঞানী পালিয়ে বেড়ায়,
অচল মুদ্রার মতো পড়ে থাকে ঘরে;
মধ্যবিত্ত ধৈর্যহারা দূষিত ইচ্ছায়,
দ্রুত ধনী হতে তারা প্রাণ বাজি ধরে।
অজাত মূর্খের দল থাকে মঞ্চে বসে,
দুর্বত্তরা জোঁটবদ্ধ বিবিধ কৌশলে;
শাসকেরা ব্যস্ত রয় আদি রঙ্গরসে-
বুঝবে তখন, সব নষ্টের দখলে।
যেখানে জ্ঞানের দাম নেই কানাকড়ি,
শাসক-আসনে বসে চতুর দুর্বৃত্ত;
সেখানে মানুষ নিত্য করে আহাজারি,
অসন্তোষের ঘৃণায় দ্রোহী হয় চিত্ত।
যোগ্যের আসন হলে যথাযোগ্য স্থানে,
মানুষেরা বেঁচে থাকে অমিত সম্মানে।
০৫/০৭/২০২৪
মিরপুর, ঢাকা।