আজ বিদগ্ধজনেরা বাক্যহীন, পাহাড়-নির্বাক;
হায়! অবোধ ছাগলে সত্য তুলে আনে;
উন্মোচন করে ঘন অন্ধকারে আবৃত প্রকৃতি,
এ যেন ভানুমতির মজাদার চমৎকার খেলা।
আনন্দবন্ধনে থাকা ক্ষমতার পাহাড় চূঁড়ার প্রহরীরা
শতাব্দীর গাঢ় ঘুমে অচেতন; পৌরাণিক দৈত্যের মতোন
মহাসুখে নিদ্রায় আচ্ছন্ন তারা, সাবলীলভাবে;
সমাজ সংসার সব ভেসে যায় নিকষ আঁধারে।

পথপ্রান্তে বসে থাকি অমৃতসুধার প্রত্যাশায়,
অমৃতসৌরভধারা বয়ে যাবে সারা দেশ জুড়ে।
কিছুই দেখি না তার, সবকিছু ভেসে যায় গহীন আঁধারে।
দুর্বৃত্তায়নের অন্ধকার ঘিরে রাখে আমাদের চারিধার;
নিরাশায় ডুবে যাই, শুনি না তো আশার কাহিনী।
হে আমার দরদীয়া, আপাপবিদ্ধ সিদ্ধপুরুষ!
উত্তাল তরঙ্গে জেগে ওঠো একাত্তর চেতনায়,
ধ্বংস করতে হবে কাস্তে-হাতুড়িতে এই আবলুস অন্ধকার।

০২/০৭/২০২৪
মিরপুর ঢাকা।