রিমঝিম করে ঝরিছে আজিকে আষাঢ় দিনের বৃষ্টি,
এমন দিবসে আকুলিত মনে হয় না গোলাপ সৃষ্টি।
সকাল-দুপুর ঝরেছে তুমুল সন্ধ্যাও যায় যায়,
গোপন প্রেমের রাগিনী বাজিছে অসীম রোদনে; হায়!
চারিদিকে ঝরে নবধারাজল মেঘমল্লার গান,
অধীর নয়ন সলাজ সজল প্রাণ করে আনচান।
বনপথে আজ জোর হাওয়া নেই সুনসান নিঃঝুম,
সারাদিনমান মেঘনীল দেশে পাখিদের নেই ধুম।
ঘন বরিষণে ছায়াবিথীতলে অচেনা বীণার সুর,
তরঙ্গরূপে দুলে দুলে উঠে অনন্য সুখাতুর।
কবির প্রাণের সঘন গগনে বিরহের ব্যাকুলতা,
স্মৃতির আভাসে স্মরণে আসে সে, জড়ায় না বাহুলতা।
বিরহকাতর হৃদয় আকাশে মেঘে ঢাকা শর্বরী,
প্রাণের বোধনে রোদন তুলে যে কেঁদে উঠে মর্মরী।
কদমকেশর থোকা থোকা ঝরে বৃষ্টির ছোঁয়া পেয়ে,
এলো না আমার প্রাণে যারে চায় মল্লার গান গেয়ে।
আকুলিত প্রাণ চুরমার হয় রুদ্ধদ্বারের ঘরে,
ঐ দূরে শুনি পাখিদের ডাক বিষাদবিঁধুর স্বরে।
হে বন্ধু মোর, আজও রহো সাথে নিঃশ্বাসে নিঃশ্বাসে,
আকাশে বাতাসে আলোতে তিমিরে অনন্ত বিশ্বাসে।

০২/০৭/২০২৪
মিরপুর ঢাকা।