স্বর্গচ্যুতা মায়াজাদী, অতল শক্তির
পুনর্ভবা! বৃষ্টিময় শ্রাবণ বাদলে
লুকায়ে মেঘের কোলে, এসেছো ধরায়;
ফোটাতে অমল পুষ্প কঠিন পাষাণে।
দারুণ কল্লোলে বাজে প্রাণের বাঁশুরি
অনন্তের দীপ্ত পথে; সগৌরবে এসে
ডেকেছিলে কুঞ্জবনে। পিপাসা কাতর
প্রাণ হয়েছে ব্যাকুল পূজা নিবেদনে।
সকল দৈন্যতা মুছে বরণ করেছো
সুন্দরের মায়ামন্ত্রে, জয়ধ্বনি দিয়ে,
বৃষ্টিস্নাত পুষ্পপত্রে, বরণডালায়;
অর্ঘ্য দিতে পারিনিকো তোমার চরণে।
রণাঙ্গনে পরাজিত সৈনিকের মত
ঘাড় নিচু করে দেখে যাই অবিরত।
৩০/০৬/২০২৪
মিরপুর ঢাকা।