রূপবতী, হে প্রিয়তি! তোমার বাণী ভালো লাগে,
যত ডাকি সে নামখানি আমার আপন হৃদয় জাগে।
তোমার বাণী ভালো লাগে।
তোমার নামে মধু মাখা, রূপে তোমার জাদু আঁকা;
দেখতে গিয়ে পাই না দেখা, তাই ডেকে যাই অনুরাগে।
তোমার বাণী ভালো লাগে।
লুকিয়ে রও আঁধার রাতের অন্ধকারের গহীন তলে,
পরান বীণায় সুর বেজে যায় তোমার সে নাম বলে বলে।
দুঃখ-সুখের জীবন মাঝে চাই যে তোমায় সকাল-সাঁঝে;
পাই না কাছে মরি লাজে, আমার হৃদয় তোমায় মাগে।
তোমার বাণী ভালো লাগে।
সারাদিনের কাজ ফুরালে চেয়ে থাকি তোমার আশায়,
আপন করে নিবে আমায় দিনের শেষে ভালোবাসায়।
ভব নদী মাতামাতি, নিভে গেলে জীবন বাতি;
বুকে নিও, হে প্রিয়তি! কোমল হাতে সবার আগে।
তোমার বাণী ভালো লাগে।
৩০/০৬/২০২২৪
মিরপুর ঢাকা।