আমায় ভুলো না তুমি, এ মিনতি করি।
শেষ বিকেলের স্নিগ্ধ আলোরাশি এসে
অপরূপ কারুকার্য ছড়িয়ে ভুবনে
নিমেষে মিলায়ে যায় ঘন বনপথে।
বিশ্ব চরাচর মাঝে যত হাসি-কান্না,
যত আনন্দের ধারা- গীত সুধারাশি,
প্রেমী পরানের আশা, জাগ্রত বাসনা;
সবকিছু ম্লান হবে কালের নির্ঘণ্টে।
সবুজ ঘাসের 'পরে রূপালী শিশির
প্রভাতের সূর্যতাপে অজান্তে হারায়।
কোথায় হারিয়ে যায়? কেউ জানে না তা'।
অস্তিত্বহীন ভুবনে খুঁজে ফেরো যতো,
পাবে না কখনো তারে, যাও যতো খুঁজে
বেদনাবিঁধুর মনে; শুধু মনে রেখো।
মনে রেখো, কোন এক সাঁঝের বেলায়
আলোর তরুণী বেয়ে পৃথিবীর পথে
এসেছিলাম নীরবে, তোমার দুয়ারে;
অশান্ত হৃদয়ে পেতে স্বস্তির প্রলেপ।
মুক্তহস্তে যতটুকু করেছো প্রদান,
শীতল হয়েছে প্রাণ, কৃতার্থ জীবন।
অকিঞ্চন জীবনের দুঃসহ বেদনা
মুছিয়ে দিয়েছো তুমি কোমল পরশে;
অন্ধকার বন্যপথে আলোক ছড়ায়ে
পথভ্রষ্ট বিদিশাকে দেখায়েছো দিশা।
শ্রান্ত-ক্লান্ত জীবনের বেদনাগুঞ্জন
দুঃখের মৌনতিমিরে শেষ হয়ে যাবে,
সকল বিদ্রুপধ্বনি বিহঙ্গের ন্যায়
উড়ে যাবে বহুদূরে, গহন আঁধারে।
আমিও হারিয়ে যাবো কালের প্রবাহে;
শুধু মনে রেখো তুমি, আমিও ছিলাম।
অশোক-রক্তরাগের বসন্তের বনে
ফুটতে চেয়েছিলাম উচ্ছ্বসিত হয়ে;
ভাগ্যের নির্মম পরিহাস! পারিনি তা',
বেদনক্রন্দন লয়ে চলে যাবো একা।

২৯/০৬/২০২৪
মিরপুর, ঢাকা।