কান্নাহাসির জীবন দোলে শ্রাবণ মেঘের মতো,
তারই সাথে ভাবনা-চেতন ভাসছে অবিরত।
কাঁদছে ভীষণ রাত্রি-দিবস বৃষ্টিফোঁটায় ফোঁটায়,
দুঃখগাথা বিকশিত জীবন গাছের বোঁটায়।
মন্দাকিনীর ধারার মতো চলছে অতিদ্রুত,
প্রাণ পোড়ানো তীব্রদহন জ্বলছে যে সতত।
আমার বীণার তারে তারে দুঃখগীতি বাজে,
আনন্দ-সুর পাইনে খুঁজে বিশ্বভুবন মাঝে।
শান্তি খুঁজি জগত জুড়ে দিবস-রাতি নিত্য,
তোমার সুরে দাও ভরিয়ে তৃষাতুর এ চিত্ত।
প্রভাত বেলার কোমল ছোঁয়ায় হোক না বেদন গত,
প্রেমের ধারায় যাক না মুছে শিশির জলের মতো।
যখন সকল দুঃখভেদি' উঠবে সুখের হাসি,
জাগবে তখন বিশ্বলোকে আনন্দ উদ্ভাসি।
ফুলের প্রাণের মধুর মতন পিয়ে সুধার ধারা
ভরবো পরাণ; চিত্তসুখে হবো আত্মহারা।
তোমার সুরের গন্ধে বিভোর হয়ে, অনাগত
দুঃখসুখের মাঝে রবো কাদামাটির মত।

২৯/০৬/২০২৪
মিরপুর, ঢাকা।