সুদূরে শুনছি আজি তোমার বাণী-
ডেকে যাও আমায় তুমি, ওগো রানী!
এ জীবন তুচ্ছ করে ছুটেই আসি;
বলে যাই 'হে প্রিয়তি! ভালোবাসি'।
প্রকৃতির নিটল মায়া তোমার রূপে,
দেখে যাই দিবস-রাতি চুপে চুপে।
নিশিদিন রহো তুমি ব্যাকুল প্রাণে,
তুলে যাও সুর-ঝংকার গানে গানে।
জীবনের সব অভিমান ভেঙ্গে দিয়ে,
ছুটে যাই তোমার পানে হাত বাড়িয়ে।
অপলক চেয়ে থাকি তোমার দিকে,
তোমাকে দেখছি যেন চতুর্দিকে।
তটিনীর জলের ফোঁটায় হেসে ওঠো,
বাতাসের চপলতায় দ্রুত ছোটো।
আকাশের নীলের ধারায় রাঙাও এ মন,
পাহাড়ি তরুলতায় ভোরের তপন।
এ জীবন পূর্ণ করে তুলে ধরো,
রোদেলা আলিঙ্গনে সোহাগ করো।
সাগরের গভীরতায় তোমার ছবি,
দেখেছি তাই বুঝি আজ হলেম কবি।
প্রেরণা দাও আমারে স্বপ্ন দেখার,
নবীনের শকতি দাও কাব্য লেখার।
২০/০৬/২০২৪
বদরপুর, চাঁদপুর।