আমি আর ফিরবো না এই পৃথিবীতে,
তুখোড় অভিনয়ের অদ্ভুত শহরে।
মানুষের ভিড় ছেড়ে চলে যাব দূরে,
বহুদূরে, অন্ধকারে। যেখানে দুঃখের,  
অভিনয়ের কোন ছলচাতুরি নেই;
নেই বিরহ-বেদনা, বিষাদ ব্যঞ্জনা।
সেই মহাশূন্যতায় চলে যাব একা
নিঃশব্দে নীরবে; চড়ে কালের ভেলায়।
সেখানে যে একবার যায় ফিরে না তো,
সে ফিরে যেতে চায় না সুদূরে আবার।
তবুও অবশ্যম্ভাবী পথিকের মতো
গন্তব্যের আবলুস অন্ধকারে চলি
কালের প্রবাহে- আমি, তুমি এবং সে।
চলে যাই সব কাজ অসমাপ্ত রেখে,
চলে যেতে হবে। চলে গিয়েছে সকলে,
যারা এসেছিল এই মৃত্তিকার ভবে।
সন্ধ্যা নেমে আসে ধীরে পাড়াগাঁর বাঁকে,
অলৌকিক আকর্ষণে ঝিঁঝিঁদের ডাকে।
দোলনায় বসে আছি তুমিহীন একা,
ধীরে ধীরে নিভে যায় আলোকের রেখা।
আমাকে রেখো না মনে চিরদিন তরে,
স্মৃতির সমস্ত আঁকিবুঁকি মুছে দিও।
অতঃপর, জীবনকে উপভোগ করো,
আর সকলের মতো করিও উৎসব।

১৯/০৬/২০২৪
বদরপুর, চাঁদপুর।