ঘর-গৃহস্থালি এসে কাব্যের মগজ
নিত্য কুঁরে কুঁরে খায়। কবির মননে
কবিতা বাসা বাঁধে না; কোকিলের মত
ডিম পাড়ে নিরিবিলি কাকের বাসায়।
কবির কলমে নাচে সুসজ্জিত, তাজা
শত কবিতার লাশ! কাফনে আবৃত;
এখনই করতে হবে তারে সমাহিত,
কবির হৃদয় জাগে দীর্ঘ-দীর্ঘশ্বাস।

বিকট আওয়াজ ওঠে কাব্যিক আসরে-
অনাবিষ্কৃত কবিতা কবর দিও না!
পৃথিবীর অন্ধকারে আলোক ফোটাতে
কবিতা স্ফুলিঙ্গ হয়ে জ্বলবে সহসা।
কবির মরণ হয়, কবিতার নয়;
নিবিড় দর্শনে বেঁচে থাকে বিশ্বময়।

১৬/০৬/২০২৪
মিরপুর ঢাকা।