আজকাল চুপচাপ,
চলি নাকো ধুপধাপ;
ঝিম ধরে বসে থাকি একেলা।
শুয়ে-বসে ভাবি একা-
এ কি কপালের লেখা!
আর কতোদিন হবে এ খেলা?

দিন যায় মোবাইলে
রিল দেখে, দাবা খেলে;
মাঝে মাঝে লিখি ছড়া-কবিতা।
পাঠকেরা পড়ে সে-টা,
বলে, কবি কেউকেটা!
আসলে তা' মিছে সব, ভনিতা।

এ জীবন সাধহীন,
পড়ে থাকি রাত-দিন;
ভাবি, যমরাজ কবে আসবে?
জীবনের চাওয়া পাওয়া,
সব কিছু হবে হাওয়া;
তবে, মাটি ঠিকই ভালোবাসবে।

১৫/০৬/২০২৪
মিরপুর, ঢাকা।