প্রিয়, তোমার ভালোবাসার অঝোর বৃষ্টিধারায় ভিজে যেতে মন চায়। কিন্তু, আমার আকাশ আজ মেঘহীন রুক্ষতায় তৃষাতুরা, তড়পায়। তবু, নিঃসীম অন্ধকারের ভিতরে-বাহিরে জেগে থাকে- কষ্ট, বীতরাগে; এই নিঃসঙ্গতার সন্তাপে কেহই দিলো না প্রেম, ভালোবাসা-অনুরাগে। তাই, ঊষর মরুভূমির আতপতপ্ত হৃদয় শীতল পরশ চায়। শুধু বুকের ভেতরে তার বিষাদের হাহাকার অহরহ উছলায়। এই সোহাগবিহীন প্রাণ আবলুস অন্ধকারে কেঁদে ওঠে নিরন্তর; শিশু যেমন ক্রন্দন করে মাতৃস্নেহ-সুখহারা এক অবোধ অন্তর। মর জগতে চেয়েছি সদা বিপ্রতীপ সমাজেতে সুখের আকর কিছু। হায়! পাইনি জীবনে তাই আফসোস করে যাই; চলি-ফিরি ঘাড় নিচু।

১৪/০৬/২০২৪
মিরপুর, ঢাকা।