ঐশ্বরিক সৌন্দর্যের লোভাতুর রূপ
নারীর শরীরে খেলে, বিমোহিত নর;
ফুটন্ত গোলাপ যেন আনে গন্ধ-ধূপ
বিশ্বজগতের মাঝে, ভেজাতে ঊষর।
অর্ধেক প্রকৃতি তুমি, অর্ধেক মানবী;
অমর শিল্পীর গড়া কান্তিময় কায়া!
বদ্ধপাগল হয় সে, যে দেখে সে ছবি;
হৃদয়ে জাগায় তাঁর ভালোবাসা-মায়া।
উন্মাদ হয়েছে কবি সেই রূপ দেখে,
প্রশান্তির বিশ্ব মাঝে অশান্ত হৃদয়;
তৃষাতুর প্রাণ কাঁদে, চাহে অনিমেখে-
হোক জাগ্রত ঘুমন্ত অলিন্দ নিলয়।
হায়! সময়ের টান বে-রহম অতি,
পিছনে তাকায় না সে, চলে দ্রুতগতি।
১২/০৬/২০২৪
মিরপুর, ঢাকা।