প্রেমের ডানায় চড়ে ভেসে চলে দিগন্ত রেখায়,
প্রেমাতুর দু'টি মন অজানা গন্তব্যে।
দুঃখের কারণ নেই, মনের ভেতরে উন্মাদনা;
মাধ্যাকর্ষণের নীতি ভুলে যায় তারা।
ধীরে ধীরে জড়ো হয় নভঃতলে মেঘের পাহাড়-
প্রেমহীন সমাজের নিষ্ঠুর আক্রোশ;
তার চেয়ে বেশি জমে ঝড়োয়াল উত্তুঙ্গ বাতাস-
পারিবারিক দ্বন্দ্বের যুদ্ধংদেহী সিকুয়েন্স সামনে দাঁড়ায়।
অতঃপর, ঝড় নামে বিজুলী তরঙ্গ নেচে ওঠে-
অনেক আলোর মাঝে নামে অন্ধকার।
হতাশার জলে ভিজে ভারী হয় পাখা;
উড়তে পারে না আর, ক্লান্ত অবসন্ন ক্ষিপ্ত মনে
ফিরে আসে পৃথিবীর মাধ্যাকর্ষণের সূক্ষ্ম টানে;
নির্বিকার পড়ে থাকে সাদাকালো নিস্তেজ মাটিতে।
এইভাবে চলে যায় বিরহ দহনে দীর্ঘকাল,
হায়! অমর প্রেমের যতো গল্পগাথা শুনি-
সেসব সকল কথা দুঃখের কঙ্কাল।

০৪/০৬/২০২৪
মিরপুর, ঢাকা।