একাকিত্বের যন্ত্রণা নিজেকে বঞ্চিত
করে সমস্ত আনন্দ, সুখস্পর্শ থেকে;
প্রেমে বিশ্বাসী মনের ভেতরে রচিত
হয় দুঃখের পাহাড়, নিষিদ্ধ নির্মোকে।
সীমাহীন শূন্যতায় নিজেকে বিচ্ছিন্ন
ভেবে কষ্টের সাগরে করে সন্তরণ;
স্বার্থলোভী ধড়িবাজ মানুষেরা ভিন্ন
চেহারা দেখায় তারা, যদিও স্বজন।

সঙের সংসার ছেড়ে বিক্ষিপ্ত মননে
চলেছে সুদূর পানে, সুখের আশায়;
পিছনের দিকে চায় সজল আননে,
সুবান্ধব কেহ নাই এই বসুধায়।
অনন্ত বিরহ ব্যথা বেদনার ঘরে
সাজিয়ে রেখেছে তাই, আপনার করে।

০১/০৬/২০২৪
মিরপুর, ঢাকা।