মায়াবী জোছনা রাত ঘুমায় এখন
অপরূপ রূপ ধরে সমস্ত শহরে;
মেঘনার কাকচক্ষু জলেরা যেমন
বয়ে যায় সম্মোহিত কুলুকুলু স্বরে।
আদিম অস্বস্তি নামে সারা দেহ জুড়ে
বিচিত্র স্বপ্নের ঘোরে; অন্য কল্পলোকে
হরিণের ডাক শুনি বনের ভেতরে;
জেগে দেখি, কিছু নেই দৃষ্টির সম্মুখে।

অলৌকিক শরবিদ্ধ ঈগলের মত
ছটফট করে যাই; ভীষণ যন্ত্রণা!
সান্ত্বনা দিলো না কেউ, কাঁদি অবিরত;
নিরন্তর খোঁজে যাই মুক্তির মন্ত্রণা।
সময় পালাচ্ছে দ্রুত, বিকেলের মত;
'যাবো না, যাবো না' বলে, চলেছি সতত।

২৯/০৫/২০২৪
মিরপুর ঢাকা।