আকাশের প্রতিরূপ তুমি
ঢেকে রাখো আমার পৃথিবী;
চোখ বন্ধ করলেও দেখি-
তোমার রূপের নীল-ছবি।

কামনার দাঁড়িয়াবান্ধায়
যতবার ছোঁয়ার আশায়
প্রাণপণ বাড়াই এ হাত;
কী কৌশলে চলে যাও দূরে
অকস্মাৎ, নাগালের বাইরে;
দিনের ভেতরে ঢোকে রাত।

পাখি চলে গেলে বহুদূরে
শূন্য খাঁচা পড়ে থাকে একা;
কালস্রোতে ভেসে যায় সব-
আর যায় না তো তারে দেখা।

২৯/০৫/২০২৪
মিরপুর, ঢাকা