আমার আমার আমার বলে,
মানব জীবন গেলো চলে;
আমার হলো না।
আমার বলে কিছুই পাইলাম না।
যারে চাইলাম, আমার ঘরে
রাখবো ধরে নিজের করে;
সে চইল্যা যায় তেপান্তরে,
বাড়ছে যন্ত্রণা।
আমার বলে কিছুই পাইলাম না।
চাতকের ন্যায় চাইলাম শুধু মেঘের বারিবিন্দু,
জলোচ্ছ্বাসে তুলে আনে লবণ-জলের সিন্ধু।
কবীর বলে, ওরে ও মন!
পাবি যখন বিদায় সমন;
রবে না কেউ তোরই আপন,
ভেবে দেখো না।
আমার বলে কিছুই পাইলাম না।
১৩/০৫/২০২৪
মিরপুর, ঢাকা।